যুব অলিম্পিক হকিতে খেলার স্বপ্ন নিয়ে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

বাছাইপর্বে সেরা দুই দলের একটি হয়ে ২০১৮ সালে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 02:55 PM
Updated : 18 April 2018, 02:55 PM

আগামী বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১১ দল নিয়ে শুরু হবে এশিয়া অঞ্চলের বাছাই। ‘বি’ পুলে বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া, পাকিস্তান, চাইনিজ তাইপে, কম্বোডিয়া ও সিঙ্গাপুর। ‘এ’ পুলের পাঁচ দল ভারত, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান ও স্বাগতিক থাইল্যান্ড।

বাছাইপর্বের সেরা দুই দল পাবে যুব অলিম্পিকে খেলার টিকেট। এই ফাইভ-এ-সাইড সংস্করণে হওয়া টুর্নামেন্টের ফাইনালে খেলার লক্ষ্য বুধবারের সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সোহানুর রহমান সবুজ।

“এই টুর্নামেন্টের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। ফাইনাল খেলার আশা করছি।”

সপ্তাহ তিনেক আগে দলের দায়িত্ব নেওয়া গোবিনাথান কৃষ্ণমুর্তি অবশ্য এখনই বড় স্বপ্ন দেখতে রাজি নন। প্রথম ম্যাচের পর লক্ষ্যের হিসাবটা কষতে চান তিনি।

“প্রথম ম্যাচের পর সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া বাছাইয়ের প্রতিপক্ষদের সম্পর্কে আমার খুব একটা জানাও নেই। যতদূর জানি, ফাইভ-এ-সাইড হকিকে সবাই খুব গুরুত্ব দিয়ে নিয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছে।”

বাংলাদেশ দল থাইল্যান্ড রওনা দেবে আগামী ২৪ এপ্রিল।