সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না বেনজেমা

সমালোচনাকে পাত্তা দেন না বলে জানিয়েছেন ফর্ম হারিয়ে ফেলা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকারের দাবি, কাটতি বাড়াতেই সংবাদ মাধ্যম সমালোচনা করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2018, 12:35 PM
Updated : 18 April 2018, 12:35 PM

চলতি মৌসুমটা খুবই বাজে যাচ্ছে বেনজেমার। রিয়ালের হয়ে গোল না পাওয়ায় আছেন প্রবল সমালোচনার মধ্যে। এবারের লা লিগায় এখন পর্যন্ত করেছেন মাত্র ৫ গোল। দেখাতে পারছেন না কার্যকর কোনো পারফরম্যান্স।

এ ব্যাপারে স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে বেনজেমা বলেন, “প্রতিনিয়তই সেরা খেলোয়াড়দের সমালোচিত করা হয়। কারণ এটা সংবাদপত্রের কাটতি বাড়ায়।”

“আমি ভালো না খেললে আমি বুঝে যাই ম্যাচটা আমার জন্য ভালো হয়নি। তাই সংবাদপত্রে এ ব্যাপারে আরও পড়ার কোনো দরকার নেই আমার।”

“সংবাদপত্রে আমার নাম থাকাটা আমাকে প্রভাবিত করে না। আমি এটাকে পাত্তা দেই না। কারণ এটার কোনো মানে নেই। কারণ আমি জানি প্রতিটা ম্যাচ জিততে আমি সর্বোচ্চ চেষ্টা করি।”