লা লিগায় বার্সার আরেক রেকর্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Apr 2018 01:11 PM BdST Updated: 18 Apr 2018 02:15 PM BdST
লা লিগায় টানা অপরাজিত থাকার রেকর্ডটা নিজেদের করে নেওয়ার পর এবার আরেক কীর্তি গড়ল বার্সেলোনা। সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলের ড্রয়ে স্পেনের শীর্ষ লিগে এক মৌসুমের শুরু থেকে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটা এখন কাতালান দলটির।
এই মৌসুমে এখন পর্যন্ত ৩৩ ম্যাচে অপরাজিত বার্সেলোনা। ২৫ জয়ের সাথে আছে আটটি ড্র। ১৯৭৯-৮০ মৌসুমে লা লিগায় শুরু থেকে টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল রিয়াল সোসিয়েদাদ। কাম্প নউয়ে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে ৩৮ বছরের ওই পুরনো রেকর্ড স্পর্শ করেছিল বার্সেলোনা।
সেল্তা ভিগোর বিপক্ষে অবশ্য নিজেদের সেরাটা খেলতে পারে নি এরনেস্তো ভালভেরদের দল। দুবার এগিয়ে গিয়েও এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে। একাদশে ছিলেন না আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, লুইস সুয়ারেসসহ প্রথম পছন্দের পাঁচ খেলোয়াড়। বিরতির পর অবশ্য বদলি হিসাবে মাঠে নামেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে সের্হিও রবের্তোর লাল কার্ডে এক পর্যায়ে হারের শঙ্কাও জেগেছিল।
এই ড্রয়ে অপরাজিত থাকার রেকর্ডটা ৪০ ম্যাচে নিয়ে গেল বার্সেলোনা। ১৯৭৯ ও ১৯৮০ সালের মধ্যে ৩৮ ম্যাচ অপরাজিত থেকে আগের রেকর্ডটিও ছিল রিয়াল সোসিয়েদাদের।
মৌসুমে এখনো পাঁচ ম্যাচ বাকি আছে বার্সেলোনার। মাত্র ৬ পয়েন্ট পেলেই নিশ্চিত হবে শিরোপা। সেই সাথে হাতছানি প্রথম দল হিসাবে অপরাজিত থেকে লিগ শেষ করার।
-
নেদারল্যান্ডসের মালাসিয়াকে দলে টানল ইউনাইটেড
-
ফ্রি ট্রান্সফারে এসি মিলানে ওরিগি
-
এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
-
পিএসজির নতুন কোচ গালতিয়ে
-
ভাঙল পিএসজি-পচেত্তিনো জুটি
-
ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের আরেক ফুটবলার গ্রেপ্তার
-
সাবেক টটেনহ্যাম কোচ নুনো এবার সৌদি ক্লাবের দায়িত্বে
-
গুঞ্জনের মধ্যে ম্যানইউয়ের অনুশীলনে অনুপস্থিত রোনালদো
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন