অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত

বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপে আবাহনী লিমিটেডের সঙ্গে আছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 04:05 PM
Updated : 17 April 2018, 04:05 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মঙ্গলবার প্রতিযোগিতাটির ড্র অনুষ্ঠিত হয়। আগামী ২৬ এপ্রিল শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় আবাহনীর তুলনায় অবশ্য কঠিন গ্রুপে পড়েছে মোহামেডান। ‘সি’ গ্রুপে তাদের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও আরামবাগ ক্রীড়া সংঘ।

‘এ’ গ্রুপের তিন দল ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও টিম বিজেএমসি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো।

২০১৪ সালে অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম এবং সর্বশেষ আসর বসেছিল। লম্বা বিরতির কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নানা সীমাবদ্ধতার কথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী।

“বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বয়সভিত্তিক প্রতিযোগিতা সময় মতো করা সম্ভব হয়নি। এবার লিগ পদ্ধতিতে খেলা হলে প্রতিটি দল অনেক বেশি ম্যাচ পেত। কিন্তু সেটা হচ্ছে না। তবে আশা করি, আগামীবার লিগ পদ্ধতিতে খেলা হবে।”