শেষ দিনের নাটকীয়তা এড়াতে পেরে আগুয়েরোর স্বস্তি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে দলকে এবার ২০১১-১২ মৌসুমের মতো শেষ দিনের নাটকীয়তায় পড়তে হবে না দেখে খুশি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্হিও আগুয়েরো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 01:17 PM
Updated : 17 April 2018, 05:15 PM

ওয়েম্বলিতে গত শনিবার টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে আসে সিটি। পরের দিন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ওয়েস্ট ব্রমের কাছে ১-০ গোলে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যায় পেপ গুয়ার্দিওলার দলের।
 
ফেব্রুয়ারিতে লিগ কাপের শিরোপা জেতা সিটি এই নিয়ে প্রিমিয়ার লিগে গত সাত মৌসুমে তৃতীয় শিরোপা জিতল। ২০১১-১২ মৌসুমের শিরোপা জিততে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তাদের। নিজেদের শেষ ম্যাচে আগুয়েরোর শেষ মুহূর্তের গোলে কিউপিআরকে হারিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
 
তাই এবার আগেভাগে শিরোপা জিতে স্বস্তি পাচ্ছেন আর্জেন্টাইন খেলোয়াড় আগুয়েরো।
 
“সিটির হয়ে এটা আমার তৃতীয় শিরোপা। এবার শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে না হওয়াটা স্বস্তির।”
 
“এই মৌসুমটা আমাদের অবিশ্বাস্য কেটেছে। আমি এই ক্লাবে যোগ দেওয়ার পর থেকে এবার আমরা সেরা ফুটবল খেলেছি।”
 
“এই দলে খেলা এবং এ মৌসুমে আমরা যা অর্জন করেছি তার অংশ হওয়াটা আনন্দের।”