বার্সার প্রেরণা লা লিগায় অপরাজিত থাকা

প্রথম দল হিসেবে পুরো মৌসুম অপরাজিত থাকার সম্ভাবনাটাকে বার্সেলোনা প্রেরণা হিসেবে নিচ্ছে বলে জানিয়েছেন এরনেস্তো ভালভেরদে। তবে কোচের চাওয়া, আগে শিরোপা নিশ্চিত করায় নজর দিক তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 10:37 AM
Updated : 17 April 2018, 04:47 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় লা লিগায় সেল্তা ভিগোর মাঠে খেলতে নামবে বার্সেলোনা। ম্যাচটিতে জিতলে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে কাতালান ক্লাবটি।   
 
চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা বার্সেলোনার পয়েন্ট ৩২ ম্যাচে ৮২। ১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ৬৭। নিজেদের বাকি ছয় ম্যাচে ৭ পয়েন্ট পেলেই শিরোপা জিতবে ভালভেরদের দল।
 
অবশ্য এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রোমার কাছে হেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে বার্সেলোনা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বার্সেলোনা। গত শনিবার ভালেন্সিয়াকে হারিয়ে লা লিগায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে দলটি। থাকছে ঘরোয়া ডাবল জয়ের জোরালো সম্ভাবনা। লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে আসা ভালভেরদের দল আগামী শনিবার স্প্যানিশ কাপের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে।
 
বার্সেলোনা শিরোপা দুটি জয়ের এত কাছে থাকলেও সেল্তার বিপক্ষে ম্যাচের আগের দিন শিষ্যদের সতর্ক করলেন ভালভেরদে।
 
“আমাদের আসল উদ্দেশ্য লিগ জেতা। কোনো ম্যাচ না হেরে এটা করতে পারাটা দারুণ হবে। তবে আমরা জানি, এটা খুবই কঠিন। এটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি।”
 
“এটা আমাদের জন্য একটা সুযোগ। তবে লিগ জয়ের চেয়ে অপরাজিত থাকা নিয়ে বেশি ভাবাটা ভালো হবে না।”
 
“অবশ্যই এটা একটা অনুপ্রেরণা। তবে দুইটা শিরোপা জয়ও একটা অনুপ্রেরণা। এখনও আমরা কিছুই জিতিনি। তবে আগামীকাল (মঙ্গলবার) আমরা আরেক ধাপ এগোতে পারব।