সাম্পদোরিয়াকে হারিয়ে শীর্ষস্থান মজবুত ইউভেন্তুসের

এসি মিলানের মাঠে পয়েন্ট হারিয়েছে নাপোলি। পরের ম্যাচে সাম্পদোরিয়াকে হারানোয় পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত হয়েছে ইউভেন্তুসের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 06:00 PM
Updated : 15 April 2018, 06:08 PM

রোববার তুরিনে স্থানীয় সময় বিকালে শুরু হওয়া সেরি আর ম্যাচটি ৩-০ গোলে জিতেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া ইউভেন্তুস প্রথমার্ধের শেষ পর্যন্ত গোলের অপেক্ষায় রাখে গ্যালারির সমর্থকদের। ৪৫তম মিনিটে বাঁ-দিক থেকে দগলাস কস্তার বাড়ানো ক্রসে ডান পায়ের ভলিতে দলকে এগিয়ে দেন মারিও মানজুকিচ।

দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে আরও দুবার বল জালে পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। এই দুই গোলেও অবদান রাখেন ৪৩তম মিনিটে মিরালেম পিয়ানিচের বদলি নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।

৬০তম মিনিটে বাঁ-দিক থেকে কস্তার ক্রসে ডাইভিং হেডে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ডিফেন্ডার বেন হুভেডেস। আর ৭৫তম মিনিটে কস্তা ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পাস দেন খেদিরাকে। ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান এই মিডফিল্ডার।

৩২ ম্যাচে ২৭তম জয়ে ইউভেন্তুসের পয়েন্ট ৮৪। এসি মিলানের মাঠে গোলশূন্য ড্র করা নাপোলি ৬ পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ষষ্ঠ স্থানে থাকা মিলানের পয়েন্ট ৫৩।