চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে ইপিএল শিরোপা বড়: গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটি বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে। তবে চলছে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পথে। কোচ পেপ গুয়ার্দিওলা ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা জয়ের চেয়ে এখন লিগে সেরা হওয়াটাকে বড় করে দেখছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2018, 03:39 PM
Updated : 15 April 2018, 05:35 PM

চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে থাকা সিটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই স্বদেশি ক্লাব লিভারপুলের কাছে হারে। তবে ওয়েম্বলিতে শনিবার টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারিয়ে গত সাত বছরে তৃতীয় লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে এসেছে দলটি।

লিগে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৮৭। শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলে কোনো হিসাব ছাড়াই শিরোপা জিতবে দলটি। এমনকি রোববারই তাদের শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি একেবারে তলানিতে থাকা ওয়েস্ট ব্রমের কাছে হারে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।

গুয়ার্দিওলা বলেন, “এখন যদি আপনার পয়েন্ট থাকে ৮৭, হাতে থাকে পাঁচ ম্যাচ - এর মানে আমরা অসাধারণ খেলেছি। আর এখনই মানুষ বলছে, গত সপ্তাহে যা ঘটেছে সেটা ছিল বিশাল এক ব্যর্থতা।”

“ফুটবল সম্পর্কে তারা একেবারেই কিছু বোঝে না।”

“সাত ম্যাচেই (নকআউট পর্বে) আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেতে পারেন। … তবে পুরো মৌসুমটায় ছেলেরা যা করেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ।"