টটেনহ্যামকে হারিয়ে শিরোপার কাছে ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Apr 2018 02:57 AM BdST Updated: 15 Apr 2018 03:09 AM BdST
দারুণ ছন্দে ছুটে চলার মাঝে হঠাৎ পথ হারিয়ে ফেলা ম্যানচেস্টার সিটি জয়ের পথে ফিরেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে হারিয়ে শিরোপা জয়ের আরও কাছে পৌঁছেছে পেপ গুয়ার্দিওলার দল।
Related Stories
শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুস ও ইলকাই গিনদোয়ানের গোলে পিছিয়ে পড়ার পর ব্যবধান কমান ক্রিস্তিয়ান এরিকসেন। তবে দ্বিতীয়ার্ধে রাহিম স্টার্লিংয়ের গোলে জয় নিশ্চিত হয়ে যায় অতিথিদের।
শেষ পাঁচ ম্যাচের একটিতে জিতলে আর কোনো হিসাব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে সিটির।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের দুই লেগে লিভারপুলের কাছে হারের মাঝে গত সপ্তাহে লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে হেরেছিল গুয়ার্দিওলার দল।
মৌসুমে প্রথমবারের মতো টানা তিনটি পরাজয়, সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার ধাক্কা। সাম্প্রতিক এই ছন্দপতন কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামা সিটি ম্যাচের প্রথম দিকে তিন মিনিটের ব্যবধানে দুবার বল জালে জড়ায়।

২৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান। তবে রেফারির পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। টিভি রিপ্লেতে দেখা যায়, স্টার্লিংকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করেছিলেন টটেনহ্যামের ফরাসি গোলরক্ষক হুগো লরিস।
৪২তম মিনিটে কিছুটা সৌভাগ্যপ্রসুত গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। ক্রিস্তিয়ান এরিকসেনের কোনাকুনি শট ডিফেন্ডার লাপোর্তের পায়ে বাধা পেয়ে ফিরতি বল ডেনমার্কের মিডফিল্ডার এরিকসেনের পায়ে ফের লেগে জালে ঢুকে যায়।
৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে এক পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন জেসুস। একটু পর ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে সুযোগ নষ্ট করেন স্টার্লিং। ৭১তম মিনিটে ডি-বক্সের মধ্যে গোলরক্ষককে কাটিয়ে ইংলিশ এই মিডফিল্ডারের শট এক ডিফেন্ডারের পায়ে প্রতিহত হয়।

৩৩ ম্যাচে ২৮ জয় ও তিন ড্রয়ে শীর্ষস্থান মজবুত করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮৭। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।
আরেক ম্যাচে বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো লিভারপুল ৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম হটস্পার।
দিনের প্রথম ম্যাচে সাউথ্যাম্পটনের মাঠে ৩-২ গোলে জেতা চেলসি ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
-
তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়
-
পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
-
‘রোল মডেল’ আনচেলত্তিকে হারাতে চান ক্লপ
-
ছিটকে গেলেন চোট পাওয়া কিংসের ৪ জনই
-
নতুন চোটে ক্যারিয়ার শেষ ইব্রাহিমোভিচের?
-
সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
-
কাবরেরার প্রতিশ্রুতিতে ‘ফ্যান্টাস্টিক’ কিছু নেই
-
রিয়ালের সঙ্গে হিসাব চুকাতে চান সালাহ
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার