বড় জয়ে বায়ার্নের প্রতিশোধ

গেল সপ্তাহেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ আরেকটি জয় পেয়েছে। সান্দ্রো ভাগনারের জোড়া গোলে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ুপ হাইনকেসের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 06:52 PM
Updated : 14 April 2018, 06:52 PM

শনিবার আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের অপর তিন গোলদাতা থিয়াগো আলকান্তারা, দাভিদ আলাবা ও রবের্ত লেভানদোভস্কি। নভেম্বরে মনশেনগ্লাডবাখের মাঠে ২-১ গোলে হেরেছিল বুন্ডেসলিগার সফলতম ক্লাবটি।

ঘরের মাঠে নবম মিনিটে সুইস ফরোয়ার্ড ইয়োসিপ দারমিচের গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। তবে প্রথমার্ধের শেষ দিকে সান্দ্রো ভাগনারের জোড়া গোলে এগিয়ে যায় তারা।

৩৭তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠানোর চার মিনিট পর হেডে দ্বিতীয় গোলটি করেন জার্মান ফরোয়ার্ড ভাগনার। দুটি গোলেই অবদান রাখেন টমাস মুলার।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়ান আলকান্তারা। ভাগনারের প্রচেষ্টা সুইস গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর আলগা বল পেয়ে জালে জড়ান স্প্যানিশ এই মিডফিল্ডার।

এর দুই মিনিট পর কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেসের প্রচেষ্টা পোস্টে বাধা পায়। ৬৭তম মিনিটে অস্ট্রিয়ার মিডফিল্ডার আলাবা ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।

৮২তম মিনিটে মনশেনগ্লাডাবাখের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি।

টানা ষষ্ঠ শিরোপা জেতা বায়ার্নের পয়েন্ট ৩০ ম্যাচে ৭৫।