ইংল্যান্ডে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ম্যান সিটির আধিপত্য

ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের ছয় জনের সংক্ষিপ্ত তালিকায় তিন জনই ম্যানচেস্টার সিটির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 03:20 PM
Updated : 14 April 2018, 03:20 PM

লিগ শিরোপা জেতার কাছে থাকা সিটির তিন খেলোয়াড় স্প্যানিশ মিডফিল্ডার দাভিদ সিলভা, বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে ও জার্মান উইঙ্গার লেরয় সানে।

তালিকায় আছেন এবারের লিগে এখন পর্যন্ত ২৯ গোল করা লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ এবং ২৫ গোল করা টটেনহ্যাম হটস্পারের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। অপর জন হলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়া।

এবারের মৌসুমে সিটির হয়ে দারুণ ফর্মে আছেন সিলভা, ডি ব্রুইনে ও সানে। সব ধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে নিজে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪ গোল করিয়েছেন সিলভা। ৪৭ ম্যাচে ১১ গোল করার পাশাপাশি ২০ গোল করিয়েছেন ডি ব্রুইনে; ৪৪ ম্যাচে সানে করেছেন ১৩ গোল, করিয়েছেন ১৬ গোল।

লিভারপুলের হয়ে প্রথম মৌসুমেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন সালাহ। প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে তিনটি মাসে সেরা নির্বাচিত হওয়া এই খেলোয়াড় সব ধরনের প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে করেছেন ৩৯ গোল, করিয়েছেন ১১ গোল।

সব ধরনের প্রতিযোগিতায় ৪১ ম্যাচে কেইনের গোল দাঁড়িয়েছে ৩৬টি। চারটি গোল করিয়েছেনও।

গোলরক্ষক হিসেবে অসাধারণ খেলছেন দে হেয়া। ৩৯ ম্যাচের ২০টিতে নিজেদের গোলপোস্ট অক্ষত রেখেছেন স্পেনের এই খেলোয়াড়।

২২ এপ্রিল ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম। গতবার পুরস্কারটি জিতেছিলেন চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলো কঁতে।