জিরুদের জোড়া গোলে চেলসির নাটকীয় জয়

সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। হারতে বসেছিল আবারও। তবে অবনমন অঞ্চলে থাকা সাউথ্যাম্পটনের মাঠে দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতেছে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2018, 01:31 PM
Updated : 14 April 2018, 09:07 PM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে চেলসি। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল তারা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২১তম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। রায়ান বার্ট্রান্ডের নিচু ক্রস পেয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন সার্বিয়ার মিডফিল্ডার দুসান তাদিচ। ৬০তম মিনিটে বাঁ-পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন পোল্যান্ডের ডিফেন্ডার ইয়ান বেদনারেক। এরপরই ঘুরে দাঁড়ানো চেলসি আট মিনিটের মধ্যে তিনবার জালে বল পাঠায়।

৭০তম মিনিটে বাঁ-দিক থেকে মার্কোস আলোনসোর ক্রসে জোরালো হেডে ব্যবধান কমান জিরুদ। পাঁচ মিনিট পর উইলিয়ানের বাড়ানো বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ-পায়ের জোরাল শটে দলকে সমতায় ফেরান এডেন হ্যাজার্ড।

আর ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন জিরুদ। ডি-বক্সে উড়ে আসা হ্যাজার্ডের ক্রস স্বাগতিকরা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আলগা বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে আসা ফরাসি এই স্ট্রাইকার।

লিগে শেষ নয় ম্যাচে চেলসির এটা মাত্র তৃতীয় জয়। হেরেছে পাঁচটিতে।

৩৩ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ২৮ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে সাউথ্যাম্পটন।