চলতি মৌসুমেই খেলতে পারেন নেইমার

দ্রুতই চোট কাটিয়ে উঠছেন নেইমার। চলতি মৌসুমেই তারকা এই ফরোয়ার্ডকে খেলতে দেখা যেতে পারে বলে বিশ্বাস পিএসজি কোচ উনাই এমেরির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 03:52 PM
Updated : 13 April 2018, 03:52 PM

ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার। অনেকের ধারণা ছিল এই চোটে হয়তো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা হবে না ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের। তবে ভালোভাবেই সেরে উঠছেন নেইমার।

নেইমারের চোট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এমেরি বলেন, “সবশেষ পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে বলা যায় নেইমার অনুশীলনে ফেরার খুব কাছে চলে এসেছে।”

“তার স্বাস্থ্য পরীক্ষায় ভালো ফল এসেছে। যেহেতু সে এ অবস্থায় চলে এসেছে, আমি নিশ্চিত সে খেলতে চাইবে। মৌসুম শেষ হওয়ার আগেই সে আমাদের হয়ে খেলার সময় পেয়ে যেতে পারে। এটার জন্যই আমরা কাজ করে যাচ্ছি।”