সেমিতে রিয়ালকে পেয়ে উজ্জ্বীবিত বায়ার্ন কোচ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদকে পেয়ে রোমাঞ্চিত বায়ার্ন মিউনিখ কোচ ইয়ুপ হাইনকেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2018, 01:59 PM
Updated : 13 April 2018, 01:59 PM

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে সেমি-ফাইনালের ড্রয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টের সফলতম ক্লাব রিয়ালের নাম ওঠে।

২০১১-১২ মৌসুমেও শেষ চারে দেখা হয়েছিল দল দুটির; দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৩-১ গোলে জিতে ফাইনালে উঠেছিল জার্মান ক্লাবটি।

সেবার অবশ্য ফাইনালে চেলসির কাছে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল বায়ার্নকে। তবে পরের মৌসুমেই আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে নিজেদের পঞ্চম ও শেষ শিরোপাটি জিতেছিল হাইনকেসের দল। ওই মৌসুমে ট্রেবল জয়ের পর অবসরে চলে যান সাবেক জার্মান ফরোয়ার্ড।

সাফল্যমণ্ডিত পাঁচ বছর আগের ওই আসরের মতো এবারও সেমি-ফাইনালের প্রথম লেগ নিজেদের মাঠে খেলবে বায়ার্ন। আর তা থেকেই আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন অবসর ভেঙে বায়ার্নেরর দায়িত্ব নেওয়া হাইনকেস। হয়ে উঠছেন আশাবাদী।

“আমাকে বলতেই হচ্ছে, এটা দুর্দান্ত একটা ম্যাচ।”

“ট্রেবল জয়ের মৌসুমে আমার খুব ভালো স্মৃতি আছে। আমরা ইউভেন্তুস (কোয়ার্টার-ফাইনাল) ও বার্সেলোনার (সেমি-ফাইনাল) বিপক্ষে প্রথম লেগ ঘরের মাঠে খেলেছিলাম। আশা করি, এটা ভালো একটা লক্ষণ।”

টুর্নামেন্টের সফলতম ক্লাবটির বিপক্ষে শেষ চারবারের দেখায় বায়ার্নের অভিজ্ঞতা অবশ্য মোটেও সুখকর নয়। সবকটিতেই হেরেছে তারা।

২০১৩-১৪ আসরের সেমি-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে হারের পর গতবারের কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলে ৬-৩ গোলে হারে জার্মান চ্যাম্পিয়নরা। আর এর প্রতিবারই শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

বায়ার্নের জন্য অন্যতম দুশ্চিন্তার কারণ হতে পারেন ক্রিস্তিয়ানো রোনালদো। গতবারের কোয়ার্টার-ফাইনালে রিয়ালের করা ছয় গোলের পাঁচটিই ছিল তার। এবারও দারুণ ছন্দে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড। প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড টানা ১১ ম্যাচে পেয়েছেন জালের দেখা। এই সময়ে করেছেন ১৫ গোল।

তবে শেষ চারের দুই লেগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার তার সেরা রূপে থাকবে না বলে আশা হাইনকেসের।

“ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা ফুটবলার, লিওনেল মেসির মতো। সে একেবারে বিশ্বমানের। সে প্রতিদিন পরিশ্রম করে, যা প্রশংসনীয়।”

“সে নিয়মিতই ফল নির্ধারক হয়। এ রকম ম্যাচে দলগত পারফরম্যান্স গুরুত্বপূর্ণ। আশা করি, আমাদের বিপক্ষে সে তার সেরা দিনে থাকবে না।”

আগামী ২৫ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় হবে প্রথম লেগ। ১ মে সান্তিয়াগো বের্নাবেউয়ে হবে ফিরতি পর্ব।