বুফ্ফনের আপত্তি মানছেন না রোনালদো

জানলুইজি বুফ্ফনসহ ইউভেন্তুস খেলোয়াড়রা কেন তীব্রভাবে পেনাল্টির প্রতিবাদ করছেন তা পরিষ্কার নয় ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 02:01 PM
Updated : 12 April 2018, 02:01 PM

চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের দ্বিতীয় লেগে রিয়ালের মাঠে নির্ধারিত সময়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে এগিয়ে ছিল। যোগ করা সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের সেমিতে পৌঁছে দেন রোনালদো।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে ডি-বক্সে লুকাস ভাসকেসকে ইউভেন্তুস ডিফেন্ডার বেনাতিয়া ফাউল করলে স্পটকিকের বাঁশি বাজান রেফারি মাইকেল অলিভার। মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেন ইউভেন্তুস অধিনায়ক বুফ্ফন।

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ইউভেন্তুসের খেলোয়াড়দের প্রতিবাদের কারণে বিস্মিত রোনালদো। বিন স্পোর্টসকে বলেন, “আমি বুঝতে পারছি না কেন তারা প্রতিবাদ করছে। তারা পেছন থেকে লুকাসকে ফাউল করেছে। তারা পেনাল্টির সুযোগ করে না দিলেও এটা গোল হতো।”

“আমার হৃৎস্পন্দন বাড়ছিল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখি। আমি জানতাম এতেই ফল নির্ধারিত হবে।”

“আমরা ভুগেছি, এ থেকে আমরা শিখতে পারি, এই ম্যাচ থেকে শেখার আছে।”

“ফুটবলে কোনো কিছুই এমনি পাওয়া যায় না। আমাদের শেষ পর্যন্ত লড়তে হয়েছে। আজ মাদ্রিদ আরও গোল করতে পারতো। কিন্ত ইউভেন্তুস এবং বুফফন ভালো খেলেছে। আমরা কোনোমতে জয়ী হয়েছি।”