বার্সাকে মার্সেলোর খোঁচা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনাকে খোঁচা দিয়েছেন রিয়াল মাদ্রিদের মার্সেলো। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দাবি, শেষ আটের ফিরতি লেগে কোণঠাসা হয়ে পড়লেও চির প্রতিদ্বন্দ্বীদের মতো তারা কখনোই আত্মবিশ্বাস হারায়নি, আত্মসমর্পণ করেনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2018, 01:28 PM
Updated : 12 April 2018, 01:31 PM

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে ইউভেন্তুসের কাছে ৩-১ গোলে হারে রিয়াল। কিন্তু প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে ৩-০ গোলের জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেমি-ফাইনালের টিকেট পায় বর্তমান চ্যাম্পিয়নরা।

রিয়ালের মাঠে ইউভেন্তুস ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচটাকে অতিরিক্ত সময়ের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের শেষ মুহূর্তে লুকাস ভাসকেসকে বেনাতিয়া ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিক দল। ঠাণ্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ক্রিস্তিয়ানো রোনালদো।

আগের দিন মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষের এমন ঘুরে দাঁড়ানোর সামনে টিকতে পারেনি বার্সেলোনা। নিজেদের মাঠে ৪-১ ব্যবধানে জয় পেয়ে এগিয়ে থাকলেও রোমার মাঠে ৩-০ গোলে হেরে বিদায় নেয় লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা।

রোমা-বার্সেলোনা ম্যাচের সাথে ইউভেন্তুসের সঙ্গে নিজেদের লড়াইয়ের তুলনায় কাতালান ক্লাবটিকে খোঁচা দিয়েছেন মার্সেলো।

"বার্সেলোনার ক্ষেত্রে যা ঘটেছিল আমাদের ক্ষেত্রে তেমনটা ঘটতো না। কারণ আমরা রিয়াল মাদ্রিদ।"

শেষ দিকের পেনাল্টিটি নিয়ে মার্সেলো বলেন, "এটা একেবারে পরিষ্কার পেনাল্টি ছিল।"