বার্সা-রিয়ালের সঙ্গে তুলনায় নারাজ লিভারপুল কোচ

দাপুটে ফুটবল খেলে লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠলেও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর সঙ্গে নিজেদের তুলনা করতে নারাজ ইংলিশ ক্লাবটির কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 05:09 PM
Updated : 11 April 2018, 05:09 PM

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সিটিকে ২-১ গোলে হারায় লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ চারে ওঠে অ্যানফিল্ডের ক্লাবটি।

ছন্দে থাকা সিটির বিপক্ষে অসাধারণ খেলা লিভারপুলকে ইউরোপের শীর্ষ পর্যায়ের দলগুলোর সারিতে উঠতে অনেক শিরোপা জিততে হবে বলে মনে করেন ক্লপ। 

“নিজেদেরকে তুলনা করার বিষয়ে আমার একেবারেই আগ্রহ নেই। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ; গত ২০ বছরে তারা সবকিছু জিতেছে। একই সময়ে ক্লাব হিসেবে আমরা তেমন কিছুই জিতিনি।”

“আমরা রাতারাতি জয়ী দল হয়ে যেতে পারব না-এমনটা কখনও ঘটতেই পারে। তবে এটা কাকতালীয়, কিছুটা ভাগ্যেরও ব্যাপার।”

“আমরা কেবল উন্নতি করতে পারি। ইংলিশ প্রিমিয়ার লিগ অবিশ্বাস্য রকমের কঠিন, এই প্রতিযোগিতাও (চ্যাম্পিয়ন্স লিগ) একইরকম কঠিন। তবে এখানে প্রতিপক্ষ কারা আমি পরোয়ানা করি না।”

“আমরা সেমি-ফাইনালে। এটা আমাদের প্রাপ্য। এটা নিয়ে আমি খুব খুশি। এখন পর্যন্ত আমরা প্রতিটা সুযোগের জন্য লড়েছি।”