সালাহর কাছে দলই শেষ কথা

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সতীর্থরা যেভাবে লড়েছে তার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 12:48 PM
Updated : 11 April 2018, 12:48 PM

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সিটিকে ২-১ গোলে হারায় ইয়ুর্গেন ক্লপের দল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে এগিয়ে থেকে শেষ চারে ওঠে অ্যানফিল্ডের ক্লাবটি।

শেষ আটের দুই লেগে একটি করে গোল করা সালাহ লিভারপুলের হয়ে মৌসুম জুড়েই আছেন দারুণ ছন্দে। সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত দলের ৫০টি গোলে সরাসরি অবদান রেখেছেন মিশরের এই খেলোয়াড়। এর মধ্যে নিজে করেছেন ৩৯ গোল, করিয়েছেন ১১ গোল। অবশ্য মাঝমাঠের এই খেলোয়াড়ের কাছে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে ম্যাচের ফলই বড় ব্যাপার। 

সিটির মাঠে জয়ের পর বিটি স্পোর্টকে সালাহ বলেন, “তারা অনেক চাপ তৈরি করছিল ও অনেক সুযোগ পেয়েছিল। তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। … এই জয় আমাদের প্রাপ্য।”

“আমি দলের জন্য খেলতে চেষ্টা করি। চেষ্টা করি প্রতি ম্যাচে গোল করার। আর এটাই আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

প্রথমার্ধে সিটির আক্রমণাত্মক খেলার সাথে নিজেদের মানিয়ে নেওয়ায় সতীর্থদের প্রশংসা করলেন লিভারপুলের মিডফিল্ডার জেমস মিলনারও। তবে সেমি-ফাইনালের আগে দলে আরও উন্নতির সুযোগ দেখছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়।

“সবাই জানে, সিটি কেমন ভালো দল। তাদের হারানোটা আত্মবিশ্বাস বাড়াবে। তবে পরের পর্বে আমাদের আরও ভালো হতে হবে।”