'হতাশা ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে বার্সার'

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে হারের হতাশা ভুলতে ক্লাবের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে মনে করেন বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 10:27 AM
Updated : 11 April 2018, 10:27 AM

শেষ আটের প্রথম লেগে গত সপ্তাহে কাম্প নউয়ে ৪-১ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু ঘরের মাঠে শুরু থেকে দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে ৩-০ গোলের জয়ে শেষ চারে পৌঁছে রোমা।

টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আট থেকে বিদায় নিল বার্সেলোনা।

দলের পারফরমেন্সে চাপের মুখে পড়েছেন কোচ এরনেস্তো ভালভেরদে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়, সমর্থক ও কোচদের ঐক্যবদ্ধ দেখতে চান বার্তোমেউ।

টুইটে বার্সেলোনা সভাপতি বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়া বার্সা সমর্থকদের জন্য খুব বড় আঘাত। কিন্তু এই সময়ে সমর্থক, কোচ, খেলোয়াড়দের যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে।”