বার্সেলোনাকে এতটা সংগ্রাম করতে দেখেননি জেকো

রোমার মাঠে মোটেও সুবিধা করতে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত বড় হারে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে। রোমার জয়ের অন্যতম নায়ক এদিন জেকোও জানালেন, স্প্যানিশ দলটিকে এতটা সংগ্রাম করতে কখনও দেখেননি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 07:16 AM
Updated : 11 April 2018, 07:16 AM

গত মঙ্গলবার রাতে রোমে ৩-০ গোলে হারে বার্সেলোনা। কাম্প নউয়ে ৪-১ ব্যবধানে হারা রোমা মূল্যবান অ্যাওয়ে গোলের সুবাদে সেরা চারে জায়গা করে নেয়।

রোমার মাঠে লিওনেল মেসি-লুইস সুয়ারেসরা ছায়া হয়ে। অন্যদিকে জেকো-দানিয়েল দি রস্সিরা ছিলেন দারুণ ছন্দে।

শক্তিশালী বার্সেলোনাকে হারাতে পারায় রোমার ফাইনালে ওঠা নিয়েও এখন আশাবাদী কাম্প নউয়ে মুল্যবান অ্যাওয়ে গোলটি করা বসনিয়ার ফরোয়ার্ড জেকো।

“আমি বার্সেলোনাকে কখনও এতটা সংগ্রাম করতে দেখিনি। প্রথম মিনিট থেকে আমরা ক্রমাগত তাদের চাপ দিয়েছিলাম।”

“আমাদের ওপর কারো বিশ্বাস ছিল না এবং চ্যাম্পিয়ন্স লিগের ‍যুগে আমরা প্রথমবারের মতো সেমি-ফাইনালে উঠেছি। আমি খুব খুশি যে, আমি সেমি-ফাইনালের ড্রটা দেখতে পারব এবং আমার রোমাও সেখানে থাকবে।”

১৯৮৩-৮৪ মৌসুমে সর্বশেষ ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতার সেমি-ফাইনালে খেলেছিল রোমা। তখন প্রতিযোগিতাটির নাম ছিল ইউরোপিয়ান কাপ।