বুসকেতসের ক্যারিয়ারের ‘জঘন্যতম’ হার

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দ্বিতীয় লেগে রোমার কাছে হারকে ক্যারিয়ারের সবচেয়ে জঘন্য হার বলে চিহ্নিত করেছেন বার্সেলোনার মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 06:33 AM
Updated : 11 April 2018, 06:33 AM

প্রথম লেগে ঘরের মাঠে ৪-১ গোলে জয়ের সুবিধা কাজে লাগাতে পারেনি লা লিগায় শীর্ষে থাকা দলটি। বরং কাল হয়ে দাঁড়িয়েছে রোমার অ্যাওয়ে গোলটি। মঙ্গলবার রাতে রোমে দ্বিতীয় লেগে ইতালিয়ান দলটির মাঠে ৩-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো আসরের শেষ আট থেকে বিদায় নিল স্প্যানিশ পরাশক্তিরা।

এদিন জেকো, দে রস্সি ও কোস্তাস মানোলাসের গোলে ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইউসেবিও দি ফ্রান্সেসকোর রোমা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নক আউট পর্বের প্রথম লেগে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিতেও বাদ পড়েছে বার্সেলোনা।

এমন হতাশার হারের পর স্প্যানিশ মিডফিল্ডার সের্হিও বুসকেতস সাংবাদিকদের বলেন, “সম্ভবত আমার ক্যারিয়ারের জঘন্যতম হার। কারণ যেভাবে আমরা হারলাম। আমরা দারুণ একটা মৌসুম কাটাচ্ছি। প্রথম লেগেও বড় জয় ছিল।”

“আমরা দারুণ ছন্দে দারুণ একটা মৌসুম কাটাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ তাতে ছেদ পড়ল এবং আমাদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ হয়ে গেল।”

“সত্যি বলতে এটা খুব কঠিন। ভুলে যাওয়ার মতো একটা দুঃখের রাত। তারা আমাদের সব দিক থেকেই হারিয়েছে। তারা যেভাবে খেলতে চেয়েছিল সেভাবেই খেলেছে। একটা বড় জয় দরকার ছিল তাদের এবং দুর্ভাগ্যজনকভাবে সেটা তারা পেয়েছে।”