রোমার শ্রেষ্ঠত্ব মেনে নিলেন বার্সা কোচ

বার্সেলোনা রোমাকে হারানোর মতো যথেষ্ট ভালো খেলেনি বলে মেনে নিয়েছেন কাতালান ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2018, 05:42 AM
Updated : 11 April 2018, 05:56 AM

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে কাম্প নউয়ে ৪-১ ব্যবধানে জেতা বার্সেলোনাকে মঙ্গলবার রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে রোমা।

লা লিগায় এ মৌসুমে অপরাজিত থাকা দলের এমন পরাজয়ে কোনো অজুহাত দেননি কোচ এরনেস্তো ভালভেরদে। স্বীকার করেছেন, ইউসেবিও দি ফ্রান্সেসকোর রোমার কাছে সব বিভাগেই হেরেছে স্প্যানিশ পরাশক্তিরা।

“এভাবে হারাটা সব সময়ই কঠিন। কিন্তু এটা বলা সহজ যে শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী ছিল।”

“পুরোটা সময় তারা খুব চাপ দিয়েছে এবং আমাদের খেলা খেলাটা কঠিন করে তুলেছে। আমরা তাদের চাপ থেকে বেরিয়ে আসতে পারিনি। ... গুরুত্বপূর্ণ সময়ে তারা গোল করেছে।”

“এটা আমাদের জন্য একটা বাজে দিন ছিল। সত্যিটা হলো, তারা দারুণ খেলেছে, কিন্তু আমরা পারিনি।”

“নিঃসন্দেহে এটা একটা বেদনাদায়ক হার। আমাদের সবারই জেতার ইচ্ছে ছিল, কিন্তু দিন শেষে একটি দলই জয়ী হবে।”