গোল্ড কোস্টে ২০০ মিটারের হিটে সবার শেষে শিরিন

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের ১০০ মিটারে নিজের সেরা টাইমিং ছাপিয়ে যেতে পারেননি শিরিন আক্তার। এরপর ২০০ মিটারের হিটও শেষ করেছেন তলানিতে থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2018, 06:14 AM
Updated : 10 April 2018, 07:16 AM

মঙ্গলবার ২৬ দশমিক ১৭ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার দৌড় শেষ করেন শিরিন। ১ নম্বর হিটে অষ্টম এবং সব মিলিয়ে ৩৬ প্রতিযোগীর মধ্যে সব শেষ স্থান পান এই স্প্রিন্টার।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের হিটে ১২ দশমিক ৭২ সেকেন্ড সময় নিয়েছিলেন শিরিন। ৪১ জনের মধ্যে ৩৮তম হয়েছিলেন বাংলাদেশের দ্রুততম মানবী।

এদিকে বেলমন্ট শুটিং সেন্টারে মঙ্গলবার ছেলেদের ৫০ মিটার রাইফেল প্রোনে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ছিটকে গেছেন শোভন চৌধুরী। ৬০৪ দশমিক ৫ স্কোর গড়ে ২০তম হন তিনি। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর সর্বশেষ জনের স্কোর ৬১২ দশমিক ৭।