রিয়ালকে রুখে দেওয়া শিষ্যদের নিয়ে গর্বিত সিমেওনে

লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 03:16 PM
Updated : 9 April 2018, 03:16 PM

রোববার সান্তিয়াগো বের্নবেউয়ে ম্যাচের ৫৩ তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় শুরু থেকে আক্রমণাত্মক খেলা রিয়াল। কিন্তু চার মিনিট পর অঁতোয়ান গ্রিজমানের গোলে সমতা ফেরায় আতলেতিকো। এর কিছুক্ষণ পর কোকের প্রচেষ্টা একটুর জন্য ব্যর্থ না হলে পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত সিমেওনের দল।

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও ইউভেন্তুসের বিপক্ষে দাপুটে জয় পায় রিয়াল। এমন শক্তিশালী দলের বিপক্ষে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ানো শিষ্যদের প্রশংসা করেন সিমেওনে। এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ রিয়ালের মাঠে অপরাজিত থাকল আতলেতিকো মাদ্রিদ।

এর আগে ঘরের মাঠে লিগে বার্সেলোনাকেও ১-১ গোলে রুখে দিয়েছিল আতলেতিকো। এমন দুই দলের বিপক্ষে দলের পারফরমেন্সে খুশি সিমেওনে সংবাদ সম্মেলনে বলেন, “পিএসজি ও ইউভেন্তুসের মত দল দেখেছে যে রিয়ালের মোকাবেলা করা কত কঠিন। যা আমরা এই দশকে দারুণভাবে করেছি। আমরা যেভাবে লড়াই করছি তাতে আতলেতিকো সমর্থকদের গর্বিত হওয়া উচিত।”

“প্রথমার্ধে তারা আধিপত্য দেখায়, কিন্তু বিরতির পর আমরা আক্রমণ ও মাঝ মাঠের মধ্যে দারুণ সমন্বয় করেছি।”

“তারা গোল করার পরপরই আমরা শোধ করেছি এবং কোকে ও কোররেয়া সফল হলে ম্যাচটা আমরা জিততে পারতাম।”

“ওবলাক না থাকলে আমরা হারতেও পারতাম।”