চ্যাম্পিয়ন্স লিগ জিতবে পিএসজি: রোনালদিনিয়ো

আগামী কয়েক বছরের মধ্যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে বলে বিশ্বাস ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার রোনালদিনিয়োর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 12:55 PM
Updated : 9 April 2018, 12:55 PM

চলতি মৌসুমে প্রতিযোগিতাটির শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ৫-২ গোলে হেরে যায় পিএসজি। আর গতবার শেষ ষোলোয় বার্সেলোনার বিপক্ষে প্রথম লেগে ৪-০ ব্যবধানে জিতলেও ফিরতি পর্বে ৬-১ গোলে হেরে ছিটকে যায় উনাই এমেরির দল।

গত কয়েক বছরে দলের শক্তি বৃদ্ধিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে কাতারি মালিকানাধীন পিএসজি। গত অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে নেইমারকে দলে টানে প্যারিসের ক্লাবটি। মোনাকো থেকে ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও দলে নেয়। আগে থেকেই আছেন এদিনসন কাভানি ও আনহেল দি মারিয়া। বড় মাপের এত খেলোয়াড় থাকা সত্ত্বেও ইউরোপীয় পর্যায়ে আশানুরূপ হচ্ছে না পিএসজির পারফরম্যান্স।

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জেতার সম্ভাবনা নিয়ে ২০০১-০৩ সময়ে ক্লাবটির হয়ে খেলা রোনালদিনিয়ো বলেন, "ফুটবলে আপনি বড় মাপের খেলোয়াড়দের চুক্তিভুক্ত করলেও জয়ী দল গড়তে সময় দরকার। আমি মনে করি, আগামী কয়েক বছরের মধ্যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে।" 

গত দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা রিয়ালের এবারও শিরোপাটি ধরে রাখার সম্ভাবনা আছে। ইউভেন্তুসের মাঠে ৩-০ গোলে জিতে সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে মাদ্রিদের ক্লাবটি। 

তবে জিনেদিন জিদানের দল চ্যাম্পিয়ন্স লিগে এবার পুরো পথ পাড়ি দিতে পারবে বলে মনে করেন না রোনালদিনিয়ো।  বার্সেলোনাকে এগিয়ে রাখছেন দুই বারের বর্ষসেরা ফুটবলার।