গ্রিজমানের প্রশংসায় আতলেতিকো কোচ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে সমতায় ফেরানো অঁতোয়ান গ্রিজমানের প্রশংসা করেছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 09:39 AM
Updated : 9 April 2018, 12:38 PM

রোববার সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের ৫৩তম মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। চার মিনিট পরই গ্রিজমানের গোলে সমতা ফেরায় আতলেতিকো।

রিয়ালের মাঠে শেষ তিন লিগ ম্যাচেই গোল করলেন ২৭ বছর বয়সী গ্রিজমান। আর সব ধরনের প্রতিযোগিতায় শেষ ২০ ম্যাচে ১৮ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে শিষ্যের প্রশংসায় সিমিওনে বলেন, “সে দারুণ একজন  খেলোয়াড়, এ ধরনের মুহূর্তে মানসিকভাবে সে দারুণ শক্তিশালী।”

“মৌসুমটা ভালোভাবে শুরু করতে পারেনি- এটা সে জানতো। যেভাবে মৌসুম চলাকালে সে নিজেকে ফিরে পেয়েছে এটা মোটেও সহজ নয়।”

“দিয়েগো কস্তার উপস্থিতি তাকে চাপমুক্তভাবে খেলায় মনোযোগী হতে সাহায্য করেছে। সে উন্নতি করে যাচ্ছে। তাকে আমাদের প্রয়োজন। আমরা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে পড়েছি।”

দুই মাদ্রিদের ড্রয়ে অবশ্য লাভবান হয়েছে শীর্ষে থাকা বার্সেলোনার। দুইয়ে থাকা আতলেতিকোর সাথে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ১১। লিগে বাকি আর সাত ম্যাচ।

৩১ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভালেন্সিয়া। চারে থাকা রিয়ালের সংগ্রহ ৬৪।