গোল্ড কোস্টে শুটিংয়ে সুলতানা চতুর্থ, শাকিল ষষ্ঠ

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোমবার বাংলাদেশের দু্ই প্রতিযোগী ফাইনাল রাউন্ডে উঠলেও পদক জিততে পারেননি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2018, 04:42 AM
Updated : 9 April 2018, 04:42 AM

বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উম্মে সুলতানা চতুর্থ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে ৪১০.৫ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী এই শুটার।

এই ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইদা হাসান ৪০৭.৪ স্কোর করে দশম হওয়ায় আট জনকে নিয়ে হওয়া ফাইনালে উঠতে পারেননি।

একই দিন ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ওঠা শাকিল আহমেদ ষষ্ঠ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই শুটার।

এই ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিযোগী মো. আনোয়ার হোসেন ত্রয়োদশ স্থান পেয়েছেন।