ম্যানইউ ততটা খারাপ না যতটা মানুষ ভাবে: মরিনিয়ো

ম্যানচেস্টার সিটির মাঠে দাপুটে জয়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়োর দাবি, তিনি ও তার দল ততটা খারাপ নয়, যতটা মানুষ ভাবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 10:44 AM
Updated : 8 April 2018, 10:44 AM

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিকে ৩-২ গোলে হারায় ইউনাইটেড। দুই গোলে পিছিয়ে পড়া দলকে জোড়া গোল করে সমতায় ফেরান পল পগবা। জয়সূচক গোলটি করেন ক্রিস স্মলিংয়ের।

ম্যাচ শেষে মরিনিয়ো বলেন, “গত মৌসুমের চেয়ে এবার আমরা বেশি ভালো করছি-বেশি পয়েন্ট ও জয় পাচ্ছি; গোল করছি বেশি, খাচ্ছি কম।”

মরিনিয়োর মতে, ইউনাইটেড এবার সব কিছুতে ভালো করলেও তা লিগ শিরোপা জেতায় যথেষ্ট হয়নি। কারণ জিতেই চলেছে নগর প্রতিদ্বন্দ্বী সিটি।

“তবে মানুষ যেমনটা মনে করে আমরা তেমন দল নই। যতটা মানুষ ভাবে, আমরা ততটা খারাপ নই। কিছু মানুষ আমাকে খারাপ কোচ হিসেবে মনে করে, কিন্তু আমি ততটা খারাপ কোচ নই। মানুষ যেমনটা ভাবে এই খেলোয়াড়রা ততটা খারাপ নয়।”

পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৭১। ১৩ পয়েন্ট বেশি নিয়ে শিরোপার খুব কাছে আছে সিটি। ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা লিভারপুল।