শিরোপা জিতে আনচেলত্তিকে হাইনকেসের অভিনন্দন

বায়ার্ন মিউনিখের বুন্ডেসলিগা শিরোপা জয়ের পর দলটির কোচ ইয়ুপ হাইনকেস ক্লাবটিতে বরখাস্ত হওয়া তার পূর্বসূরি কার্লো আনচেলত্তিকে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2018, 10:24 AM
Updated : 8 April 2018, 10:45 AM

শনিবার অগসবুর্গকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো জার্মানির শীর্ষ লিগের শিরোপা জিতে বায়ার্ন।

আনচেলত্তির অধীনেই চলতি মৌসুম শুরু করেছিল বায়ার্ন। কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৩-০ গোলে হারের জের ধরে ইতালিয়ান এই কোচকে বরখাস্ত করে ক্লাবটি।

অক্টোবরের শুরুতে আনচেলত্তির জায়গায় হাইনকেসকে কোচের দায়িত্বে বসায় বায়ার্ন। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি জার্মানির সবচেয়ে সফল ক্লাবটিকে। অগসবুর্গের মাঠে জয়ে ছন্দে থাকা দলটি পাঁচ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলে এবারের লিগ শিরোপা।

তবে মৌসুমের শুরুতে দলে আনচেলত্তির অবদানটা ভুলছেন না হাইনকেস।

“আমি ইতালিতে কার্লো আনচেলত্তিকে বিশেষ শুভেচ্ছা পাঠাতে চাই তার ভূমিকার জন্য। শিরোপার জন্য তাকে অভিনন্দন জানাতে চাই।”

“আমি মনে করি তিনি দুর্দান্ত একজন কোচ; অসাধারণ একজন মানুষ।”