রিয়ালেই থাকছেন বেল, আত্মবিশ্বাসী জিদান

ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন বাড়লেও গ্যারেথ বেল আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদেই থাকছেন বলে বিশ্বাস কোচ জিনেদিন জিদানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2018, 04:01 PM
Updated : 7 April 2018, 04:04 PM

মাদ্রিদে পাঁচ বছর কাটানো ওয়েলস অধিনায়ক চলতি মৌসুমে প্রায়ই চোটে পড়েছেন, জায়গা হারিয়েছেন একাদশে। তার জায়গায় সুযোগ পাচ্ছেন ইসকো, মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেস।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের বিপক্ষে রিয়ালের ৩-০ গোলের জয়ের ম্যাচে ডাগআউটে ছিলেন বেল। বদলি হিসাবেও সুযোগ না পাওয়ায় তার ইউনাইটেডে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো হয়েছে। কিন্তু জিদানের দাবি, তার পরিকল্পনাতে ভালোভাবেই আছেন বেল।

“আমার বিশ্বাস আগামী মৌসুমে সে রিয়ালেই থাকবে।”

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে ওয়েলস উইঙ্গারের প্রয়োজনীয়তার কথা জানান জিদান।

“সে তার মনোবল হারাবে না। সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এটা সত্যি যে, অন্য খেলোয়াড় যারা খেলছে তারা খুব ভালো করছে।”

“খেলোয়াড়রা প্রতিটি ম্যাচ খেলতে চায়, তাই সে মনোবল ধরে রাখতে না পারলে তার কারণটা আমি বুঝি। তাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে।”