দিবালার হ্যাটট্রিকে ইউভেন্তুসের জয় 

রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় থাকা ইউভেন্তুস সেরি আতেও হোঁচট খেতে বসেছিল। তবে পাওলো দিবালার হ্যাটট্রিকে শেষ পর্যন্ত জয় নিয়ে বেনেভেন্তোর মাঠ ছেড়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2018, 03:11 PM
Updated : 7 April 2018, 03:18 PM

শনিবার পয়েন্ট টেবিলের তলানির দলটিকে ৪-২ গোলে হারিয়েছে ইউভেন্তুস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেন দগলাস কস্তা।
   
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে হুয়ান কুয়াদরাদোর ছোট পাস ধরে ডি-বক্সে ঢুকেই বাঁ-পায়ের উঁচু কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন দিবালা। তবে ২৪তম মিনিটে দিয়াবাতের গোলে সমতায় ফেরে বেনেভেন্তো।
 
বিরতির ঠিক আগে সফল স্পট কিকে দলকে ফের এগিয়ে দেন দিবালা। বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ ডি-বক্সে প্রতিপক্ষের ট্যাকলে পড়ে গেলে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।
 
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ফের সমতায় ফেরে বেনেভেন্তো। ইতালিয়ান মিডফিল্ডার নিকোলাস ভায়োলার কর্নারে লাফিয়ে নেওয়া হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন মালির ফরোয়ার্ড দিয়াবাত।
 
৭৪তম মিনিটে আরেকটি সফল স্পট কিকে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিক পূরণ করেন দিবালা। খানিক আগে বদলি নামা গনসালো হিগুয়াইন ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় অতিথিরা।
 
চলতি লিগে আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার এটি ২১তম গোল।
 
আর ৮২তম মিনিটে হিগুয়াইনের পাস পেয়ে দারুণ বাঁকানো শটে জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কস্তা।
 
৩১ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ইউভেন্তুস। এক ম্যাচ কম খেলা নাপোলি ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
 
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাবে ঘরের মাঠে ৩-০ গোলে হারা ইউভেন্তুস।