গোল্ড কোস্টে আরিফুল ২০তম, নাজমা ৩৭তম

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সাঁতারের নিজেদের ইভেন্টের হিট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী আরিফুল ইসলাম ও নাজমা খাতুন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 April 2018, 09:25 AM
Updated : 6 April 2018, 12:32 PM

অপটাস অ্যাকুয়াটিক সেন্টারে শুক্রবার ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের তিন নম্বর হিটে ১ মিনিট ০৭ দশমিক ৫১ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন আরিফুল। নিজের হিটে সাত প্রতিযোগীর মধ্যে সপ্তম এবং সব মিলিয়ে ২৯ প্রতিযোগীর মধ্যে ২০তম হন তিনি।
 
হিট পেরিয়ে পরের পর্বের ওঠা ১৬ প্রতিযোগীর মধ্যে সর্বশেষ জনের টাইমিং ১ মিনিট ০৫ দশমিক ৮৩ সেকেন্ড।
 
মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলের দুই নম্বর হিটে ৩১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন নাজমা। নিজের হিটে ছয় প্রতিযোগীর মধ্যে পঞ্চম এবং সব মিলিয়ে ৪০ প্রতিযোগীর মধ্যে ৩৭তম হয়েছেন তিনি।
 
এই ইভেন্টের হিট পেরিয়ে পরের পর্বে যাওয়া ১৬ সাঁতারুর মধ্যে সর্বশেষ জন সময় নেন ২৬ দশমিক ৭০ সেকেন্ড।
 
হতাশ করলেন ভারোত্তোলকরাও
 
ভারোত্তোলনে মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে ১৪ প্রতিযোগীর মধ্যে ১৩তম হয়েছেন ফায়েমা আক্তার। শুক্রবার স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৫৪ কেজি উত্তোলন করেন ফায়েমা।
 
মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৫৩ কেজি তুলে ১২ প্রতিযোগীর মধ্যে ১২তম হন ফুলপতি চাকমা।
 
ছেলেদের ৬৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১৫ কেজি তোলেন শিমুল কান্তি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে ১৪০ কেজি তুলতে গিয়ে শিমুলের তিনবারের প্রচেষ্টা ব্যর্থ হয়।