বড় জয়ে সেমির পথে আর্সেনাল

আলেকসঁদ লাকাজেত ও অ্যারন র‌্যামজির জোড়া গোলে সিএসকেএ মস্কোকে হারিয়ে ইউরোপা লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 April 2018, 09:18 PM
Updated : 5 April 2018, 09:20 PM

বৃহস্পতিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে শেষ আটের প্রথম লেগে রাশিয়ার ক্লাবটিকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেন ভেঙ্গারের দল।

ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটে এক্তর বেল্লেরিনের পাস পেয়ে অ্যারন র‌্যামজির প্রথম শটে এগিয়ে যায় আর্সেনাল। ছয় মিনিট পর প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠিয়ে সমতা টানেন রুশ মিডফিল্ডার আলেকসান্দ্র গোলোভিন।

তবে টানা চার জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা আর্সেনাল ১২ মিনিটের মধ্যে আরও তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

২৩তম মিনিটে লাকাজেতের সফল স্পট কিকে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে মেসুত ওজিল ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

২৮তম মিনিটে ওজিলের বাড়ানো বলে লাফিয়ে নেওয়া ব্যাকহিলে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েলস মিডফিল্ডার র‌্যামজি। আর ৩৫তম মিনিটে জার্মান মিডফিল্ডার ওজিলের আরেকটি দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে নীচু শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড লাকাজেত।

৬৭তম মিনিটে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন লাকাজেত। আলেক্স আইওবির পাস গোলমুখে পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন তিনি। খানিক পর পোস্টে বল মেরে একই সুযোগ হারান র‌্যামজি।

আগামী বৃহস্পতিবার সিএসকেএ মস্কোর মাঠে হবে ফিরতি পর্ব।

আরেক ম্যাচে ঘরের মাঠে পর্তুগালের ক্লাব স্পোর্তিংয়ের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম মিনিটে কোকের গোলে এগিয়ে যাওয়ার পর ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান।

শেষ আটে প্রথম লেগের অন্যান্য ম্যাচে অস্ট্রিয়ান ক্লাব সাইসবুর্গের বিপক্ষে নিজেদের মাঠে ৪-২ গোলে ইতালির দল লাৎসিও এবং ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে জার্মান ক্লাব লাইপজিগ।