বার্সার মাঠে ‘আত্মঘাতী’ রোমা

কাম্প নউয়ে দুই দলের শেষ দেখায় উড়ে গিয়েছিল রোমা। এবার বার্সেলোনার মাঠে লড়াই করলো ইতালির দলটি। তবে মাঠ ছাড়লো হারের হতাশা নিয়ে। দুই আত্মঘাতী গোলে সহজ জয় পেয়েছে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 08:35 PM
Updated : 4 April 2018, 09:23 PM

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্দ পিকে।

সাম্প্রতিক সময়ে ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনাল যেন বার্সেলোনার দুঃস্বপ্ন। নিজেদের শেষ চার কোয়ার্টার-ফাইনালের মধ্যে মাত্র একবার পরের রাউন্ডে যেতে পেরেছে দলটি। এবার ঘরের মাঠে প্রথম লেগে জিতে সেমি-ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে তারা।

রক্ষণ দৃঢ় করে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবলের কৌশল নিয়ে বুধবার রাতে মাঠে নামা রোমা খুব বেশি জায়গা দেয়নি শুরুর একাদশে ফেরা লিওনেল মেসিকে। আর্জেন্টাইন অধিনায়ক বল পেলেই তাকে ঘিরে ধরেন অতিথিদের বেশ কয়েকজন খেলোয়াড়।

তারপরও সঙ্গে লেগে থাকা খেলোয়াড়দের এড়িয়ে লক্ষ্যে প্রথম শট নেন মেসিই। দ্বাদশ মিনিটে তার দূর পাল্লার বুলেট গতির শট ঠিক মতো ফেরাতে পারেননি রোমা গোলরক্ষক আলিসন। তবে ফিরতি বলে সুযোগ কাজে লাগানোর মতো কেউ আশেপাশে ছিলেন না। 

অষ্টাদশ মিনিটে ইভান রাকিতিচের বাঁকানো গড়ানো শট ফিরে পোস্টে লেগে। ফিরতি বল অনেক উপর দিয়ে পাঠান অরক্ষিত সুয়ারেস। ২৮তম মিনিটে উরুগুয়ে স্ট্রাইকারের শট কোনোমতে ঠেকিয়ে দেন আলিসন।

প্রবল চাপ তৈরি করা বার্সেলোনা ৩৮তম মিনিটে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। আন্দ্রেস ইনিয়েস্তা বল বাড়াতে চেয়েছিলেন মেসিকে। ছুটে এসে স্লাইড করেন দানিয়েল দে রস্সি। রোমা অধিনায়কের পায়ে লেগে বল জড়ায় নিজেদের জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরানোর দারুণ সুযোগ হাতাছাড়া করেন অরক্ষিত দিয়েগো পেরোতি। খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি রোমার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

পরের মিনিটে সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। জর্দি আলবার বুলেট গতির শট গ্লাভসে জমার চেষ্টায় ব্যর্থ হন আলিসন। ফিরতি বলে ছুটে গিয়ে চেষ্টা করেন সুয়ারেস। কিন্তু তার শট যায় ক্রসবারের উপর দিয়ে।

৫৬তম মিনিটে আরেকটি আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। রাকিতিচের ক্রসে পা ছোঁয়াতে পারেননি সামুয়েল উমতিতি। কোস্তাস মানোলাসের স্লাইডে পোস্টে লেগে ফিরে বল। এবারও পা ছোঁয়াতে পারেননি উমতিতি। তবে মানোলাসের পায়ে লেগে এবার গোললাইন অতিক্রম করে বল।   

খানিক পর মেসির দারুণ ক্রস বিপজ্জনক জায়গায় খুঁজে পায় সুয়ারেসকে। তার শট কোনোমতে ফেরান আলিসন। একেবারে সামনে দাঁড়িয়ে থাকা জেরার্দ পিকে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি। ৫৯তম মিনিটে স্কোর লাইন হয়ে যায় ৩-০।

মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ভুলে ৭৮তম মিনিটে গোল খেতে বসেছিল বার্সেলোনা। বল নিয়ে কারিকুরি করতে গিয়ে বাই লাইনের কাছে বল হারান গোলরক্ষক। তবে ডেফরেলের শট ঝাঁপিয়ে কোনোমতে ফেরান টের স্টেগেন।

পরের মিনিটে আর দলকে বাঁচাতে পারেননি বার্সেলোনা গোলরক্ষক। পেরোতির কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান এদিন জেকো। চলতি আসরে ঘরের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো বার্সেলোনার জালে গেল বল।

৮৭তম মিনিটে রোমার জালে বল পাঠান সুয়ারেস। একটু আগেই মাঠে নামা দেনিস সুয়ারেসের ক্রস অতিথিদের এক খেলোয়াড়ের পায়ে লাগলে পেয়ে যান উরুগুয়ের স্ট্রাইকার। তার বুলেট গতির শট ফেরাতে পারেননি আলিসন। চলতি আসরে এটাই লুইস সুয়ারেসের প্রথম গোল!

রোমার মাঠে আগামী মঙ্গলবার হবে শেষ আটের ফিরতি লেগ।