সেভিয়ার মাঠে বায়ার্নের জয়

প্রথমার্ধে দারুণ খেলা সেভিয়ার বিপরীতে চেনা রূপে দেখা যায়নি  বায়ার্ন মিউনিখকে। প্রথমে গোলও খেয়ে বসে তারা। তবে সৌভাগ্যের ছোঁয়ায় সমতায় ফেরার পর দ্বিতীয়ার্ধে পাওয়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 08:39 PM
Updated : 3 April 2018, 10:25 PM

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সেভিয়াকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

তিন দিন আগে বার্সেলোনার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া লা লিগার ম্যাচে উজ্জীবিত ফুটবল খেলেছিল সেভিয়া। জার্মান চ্যাম্পিয়নদের বিপক্ষে তেমনই সপ্রতিভ ফুটবল খেলতে দেখা যায় তাদের।

বারবার আক্রমণে ওঠা স্বাগতিকরা ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু খুব কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন পাবলো সারাবিয়া। ৩১তম মিনিটে স্প্যানিশ এই মিডফিল্ডারের দূরপাল্লার প্রচেষ্টা ফিস্ট করে ফেরান জার্মান গোলরক্ষক সভেন উলরিখ।

৩২তম মিনিটে গোলের দেখা পায় সেভিয়া। বাঁ-দিক থেকে স্বদেশি ডিফেন্ডার সের্হিও এসকুদেরোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।

খেলার ধারার বিপরীতে ৩৭তম মিনিটে সৌভাগ্যপ্রসূত গোলে সমতায় ফেরে বায়ার্ন। ফ্রাঙ্ক রিবেরির শটে বল হেসুস নাভাসের পায়ে লেগে দিক পাল্টে জালে ঢুকতে যাচ্ছিল। গোলরক্ষক দাভিদ সোরিয়া ডান দিকে ঝাঁপিয়ে বলে হাত লাগিয়েছিলেন; কিন্তু পোস্টের ভিতরের দিকে লেগে ভিতরে ঢুকে যায় বল। 

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যেতে পারতো সেভিয়া; তবে আর্জেন্টাইন মিডফিল্ডার হোয়াকিন কোরেয়ার প্রচেষ্টা শেষ মুহূর্তে রুখে দেন হাভি মার্তিনেস। ৬৬তম মিনিটে স্প্যানিশ এই মিডফিল্ডারের ভলি ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সোরিয়া।

৬৮তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ফরাসি মিডফিল্ডার রিবেরির ক্রসে থিয়াগো আলকান্তারার হেডে বল এসকুদেরোর পায়ে লেগে জালে জড়ায়।

আগামী বুধবার বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে দুই লেগের লড়াইয়ের ফিরতি পর্ব।

শেষ আটে দিনের অন্য ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউভেন্তুসের মাঠে ৩-০ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।