ইউভেন্তুস কোচের চোখে রোনালদো 'অনন্যসাধারণ’

রিয়াল মাদ্রিদের হয়ে গত ১১ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো গোল করেছেন ২১টি। রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ সামনে রেখে দলটির সেরা তারকার প্রশংসায় তাই পঞ্চমুখ হলেন ইউভেন্তুস কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 05:05 AM
Updated : 3 April 2018, 05:09 AM

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে পৌনে একটায় চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ইউভেন্তুসের মাঠে মুখোমুখি হবে দুই দল। প্রতিযোগিতাটির গতবারের ফাইনালে ৪-১ গোলে রিয়ালের কাছে হেরেছিল ইতালির দলটি।

তুরিনের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে রোনালদোকে প্রশংসায় ভাসান আল্লেগ্রি। বয়সের সঙ্গে মানিয়ে পর্তুগিজ ফরোয়ার্ডের বদলে যাওয়াটায় বিস্মিত তিনি।

“রোনালদোকে থামাতে হলে আমাদের খুব ভালো একটা দল হতে হবে। আমি মনে করি, রোনালদোকে আমাদের অভিনন্দন জানানো দরকার। কেননা, ৩০-৩১ বছর বয়সে এসে খেলার ধরন পুরোপুরি বদলে ফেলতে পারাটা অনন্যসাধারণ কিছু।”

চোট কাটিয়ে ওঠা নিজ দলের তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার কাছেও বাড়তি প্রত্যাশাটা জানিয়ে রেখেছেন ইউভেন্তুস কোচ।

“দিবালা ভালো অবস্থায় আছে। খুব ভালোভাবে কাজ করছে এবং মানসিকভাবে সে অনেক বেড়ে উঠেছে।”

“আমি নিশ্চিত, আপনারা শনিবারের ম্যাচ দেখেছিলেন। যে গোলটি সে করেছে, সেটা দেখিয়েছে-সে ভালো অবস্থায় আছে। আমি নিশ্চিত, আগামীকাল দিবালা দারুণ একটা ম্যাচ খেলবে।”