বার্সায় সুখে আছেন উমতিতি

নিজের ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউরোপের অন্যান্য ক্লাবের আগ্রহ নিয়ে বেশ সচেতন সামুয়েল উমতিতি। তবে বার্সেলোনাতে খুব সুখে আছেন বলে জানালেন ফরাসি এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2018, 03:28 PM
Updated : 2 April 2018, 03:28 PM

আসছে দল-বদলে ২৪ বছর উমতিতিকে জোসে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম লক্ষ্য হিসেবে ভাবা হচ্ছে। তবে ফরাসি এই সেন্টার-ব্যাকের সঙ্গে কাতালান ক্লাবটি নতুন চুক্তি করতে পারে বলে সংবাদ মাধ্যমের খবরগুলোতে বলা হচ্ছে।

এ ব্যাপারে উমতিতি কানাল প্লাসকে বলেন, “অনেক ক্লাব থেকেই আগ্রহ আছে। তবে আমি এটা আবারও বললাম, বার্সেলোনার হয়ে পৌঁছানোর মতো আমার অনেক লক্ষ্য আছে।”

“আমি বলতে পারি, আমি খুব সুখে আছি।

“আমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। এখনও কোনো কিছু শুরু করিনি। বার্সার হয়তো (চুক্তি বাড়ানোর) একটা আগ্রহ আছে। তবে কিছুই শুরু হয়নি।”

২০১৬ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে বার্সেলোনায় নাম লেখানো উমতিতির বাইআউট ক্লজ ধরা হয়েছিল ৬ কোটি ইউরো। বলা যায়, অপেক্ষাকৃত কম এই বাইআউট ক্লজের কারণেই হয়তো ইউরোপের অনেক ক্লাব এই ডিফেন্ডারের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে।