লুকাকু-সানচেসের গোলে ম্যানইউয়ের জয়
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2018 09:54 PM BdST Updated: 31 Mar 2018 10:11 PM BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটিকে সহজেই হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে জোসে মরিনিয়োর দল।
শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে স্থানীয় সময় বিকালে সোয়ানসির বিপক্ষে ২-০ গোলের জয়ে বল জালে পাঠান রোমেলু লুকাকু ও আলেক্সিস সানচেস।
ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ হয় ইউনাইটেডের। ২০ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা।
পঞ্চম মিনিটে আলেক্সিস সানচেসের ছোট পাস পেয়ে লুকাকুর নেওয়া শট এক ডিফেন্ডারের পা ছুঁয়ে জালে জড়ায়। ২০তম মিনিটে জেসে লিনগার্ডের বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন চিলির ফরোয়ার্ড সানচেস।
চলতি মৌসুমে লিগে বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকুর এটি ১৫তম ও সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। আর জানুয়ারিতে আর্সেনাল ছেড়ে আসা সানচেসের এটি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় গোল।
৬০তম মিনিটে দাভিদ দে হেয়ার দৃঢ়তায় কয়েক সেকেন্ডের ব্যবধানে দুবার বেঁচে যায় ইউনাইটেড। দুবারই ইংলিশ ফরোয়ার্ড ট্যামি এব্রাহামের শট ঝাঁপিয়ে ঠেকান স্প্যানিশ গোলরক্ষক।
৩১ ম্যাচে ২১ জয় ও পাঁচ ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
দিনের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারানো লিভারপুল ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
-
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
-
বোর্দোর মাঠে পিএসজির কষ্টের জয়
-
আবারও ইউনাইটেডের হোঁচট
-
অনন্য কীর্তি গড়ে আরেকটি প্রথমের পথে রোনালদো
-
পিএসজির মোইজে কিন করোনাভাইরাসে আক্রান্ত
-
ইউভেন্তুস-নাপোলি স্থগিত ম্যাচের সূচি চূড়ান্ত
-
নির্বাচনের পর ঘুরে দাঁড়াবে বার্সা: গুয়ার্দিওলা
-
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরেছে ফরাশগঞ্জ
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল