সালাহর শেষ দিকের গোলে লিভারপুলের জয়

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেই হোঁচট খেতে বসেছিল লিভারপুল। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের শেষ দিকে মোহামেদ সালাহর গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2018, 01:34 PM
Updated : 31 March 2018, 01:59 PM

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের দিকের দলটিকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে ত্রয়োদশ মিনিটে গোল খেয়ে বসে লিভারপুল। কোত দি ভোয়ার মিডফিল্ডার উইলফ্রেদ জাহাকে লিভারপুল গোলরক্ষক লোরিস কারিউস ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকেই গোলটি করেন সার্বিয়ান মিডফিল্ডার লুকা মিলিভয়েভিচ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বাঁ-দিক থেকে জেমস মিলনারের বাড়ানো বল ছয় গজ বক্সের মধ্যে পেয়ে বাঁ-পায়ের শটে দলকে সমতায় ফেরান সাদিও মানে।

৫৯তম মিনিটে কয়েক সেকেন্ডের ব্যবধানে দু-দফায় বেঁচে যায় লিভারপুল। দুবারই ডি-বক্সে গোল করার মতো পজিশনে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন বেলজিয়ামের ফরোয়ার্ড ক্রিস্তিয়ান বেনতেকে।

৮৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন সালাহ। স্কটিশ ডিফেন্ডার অ্যান্ড্রিউ রবার্টসনের পাস নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মিশরের এই ফরোয়ার্ড।

এবারের লিগে গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা মিশরের এই ফরোয়ার্ডের এটা ২৯তম গোল।

৩২ ম্যাচে ১৯ জয় ও নয় ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৬৬।