সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে মেসি

চোটের কারণে আর্জেন্টিনার হয়ে গত দুই ম্যাচে খেলতে না পারা লিওনেল মেসি বৃহস্পতিবার বার্সেলোনায় অনুশীলন করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2018, 09:42 AM
Updated : 30 March 2018, 09:42 AM

শনিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় লা লিগায় সেভিয়ার মাঠে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। এ ম্যাচে মেসির খেলা নিয়ে এর আগে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন কোচ এরনেস্তো ভালভেরদে।

হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মেসিকে ছাড়া গত শুক্রবার ম্যানচেস্টারে ইতালির বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও মঙ্গলবার স্পেনের মাঠে ৬-১ গোলে গুঁড়িয়ে যায় আর্জেন্টিনা।

জাতীয় দলের হয়ে সময় কাটিয়ে ফেরা মেসির শারীরিক অবস্থা যাছাইয়ে তার মেডিক্যাল পরীক্ষা করা হতে পারে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেলেন ভালভেরদে। এর মধ্যেই বৃহস্পতিবার আক্রমণভাগের এই খেলোয়াড়ের অনুশীলন করার খবরটি জানায় কাতালান ক্লাবটি। তবে পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার পুরো অনুশীলন করতে পারেনি বলেও বিবৃতিতে জানানো হয়েছে।  

দলের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের ব্যাপারে কিছু বলা হয়নি। হাঁটুর চোটের কারণে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ১-০ গোলে হারের ম্যাচটি খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।   

সেভিয়ার বিপক্ষে জয় পেলে স্পেনের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে যাবে বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটির পয়েন্ট ২৯ ম্যাচে ৭৫।

১১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।