‘নিজেদের ভুলে’ ব্রাজিলের কাছে জার্মানির হার

টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর ব্রাজিলের কাছে হেরেছে জার্মানি। বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ ইওয়াখিম লুভের মতে, নিজেদের ভুলের মাশুল দিয়েছে তার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2018, 07:51 AM
Updated : 28 March 2018, 07:51 AM

গত মঙ্গলবার রাতে বার্লিনে ব্রাজিলের কাছে ১-০ গোলে হারে স্বাগতিকরা। ম্যাচের ৩৭তম মিনিটে উইলিয়ানের ক্রসে হেড করে বল জালে পাঠান গাব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডের গোলেই ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ ব্যবধানে গুঁড়িয়ে যাওয়ার ক্ষতে কিছুটা প্রলেপ দেয় তিতের দল।
 
নিজেদের মাঠে ব্রাজিলের বিপক্ষে নজরকাড়া কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি জার্মানি। ম্যাচ শেষে দলটির কোচ লুভ হারের কারণ খুঁজে পাওয়ার কথা জানান।
 
“এটা ভালো পারফরম্যান্স ছিল না। সবারই সমস্যা ছিল। আমরা নিজেরা খুব বেশি ভুল করেছি এবং ব্রাজিলকে আরও শক্তিশালী করেছি।”
 
“এই প্রীতি ম্যাচগুলো কিছু বিষয় পরখ করে নেওয়ার জন্য ভালো। ফল এখানে মুখ্য নয়। সমস্যা হচ্ছে যে, এ ম্যাচে আমরা খুব বেশি ভুল পাস দিয়েছি।”
 
হারা ম্যাচে জেরোম বোয়াটেংয়ের চোট পাওয়াটা আবার দুর্ভাবনা বাড়িয়েছে বায়ার্ন মিউনিখের। সামনেই তাদের চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ম্যাচ আছে স্পেনের দল সেভিয়ার বিপক্ষে। লুভ অবশ্য বায়ার্ন সমর্থকদের আশ্বস্ত করেছেন, বোয়াটেংয়ের চোট মারাত্মক কিছু নয় বলে।