ইতালির বিপক্ষে শেষ মুহূর্তে জয়বঞ্চিত ইংল্যান্ড

জেমি ভার্ডির গোলে প্রথমার্ধে এগিয়ে যাওয়া ইংল্যান্ড জয়ের পথেই ছিল। কিন্তু শেষ দিকে পেনাল্টি পেয়ে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছেড়েছে ইতালি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 10:00 PM
Updated : 27 March 2018, 10:07 PM

মঙ্গলবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১-১ ব্যবধানে ড্র ম্যাচে ইতালির গোলটি করেন লরেন্সো ইনসিনিয়ে। পাঁচ ম্যাচ পর গোল হজম করলো ইংলিশরা।

ম্যাচের ২৬তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। গত শুক্রবার স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নায়ক জেসে লিনগার্ডের দ্রুত নেওয়া ফ্রি-কিকে বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন ভার্ডি। পাশে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠান লেস্টার সিটির এই স্ট্রাইকার।

বাছাইপর্ব পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ইতালির বিপক্ষে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল ইংলিশদের। ভালো কয়েকটি সুযোগও পেয়েছিল তারা; কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

৮৭তম মিনিটে গোল করে হার এড়ায় ইতালি। স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করেন নাপোলির ফরোয়ার্ড ইনসিনিয়ে। ইংল্যান্ডের অভিষিক্ত ডিফেন্ডার জেমস তারকোভস্কি প্রতিপক্ষের ফরোয়ার্ড ফেদেরিকোকে ফাউল করলে ভিডিও রিপ্লে দেখে পেনাল্টি দেন রেফারি।

আরেক প্রীতি ম্যাচে বিশ্বকাপের স্বাগতিক রাশিয়াকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ফরাসিদের পক্ষে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে, অন্যটি করেন পল পগবা।

গত শুক্রবার কলম্বিয়ার কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হেরেছিল ফ্রান্স। একই দিনে রাশিয়াকে তাদের মাঠে হারিয়েছিল ব্রাজিল।