মেসির মুখোমুখি হওয়া নিয়ে রোমাঞ্চিত স্পেন কোচ

আর্জেন্টিনার বিপক্ষে লড়াইটিকে দারুণ একটি ম্যাচ হিসেবে দেখছেন স্পেনের কোচ হুলেন লোপেতেগি। তার মতে, মেসির থাকলে ম্যাচটি আবেদন আরও বাড়বে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2018, 01:29 PM
Updated : 27 March 2018, 01:29 PM

মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় স্বাগতিক স্পেনের মুখোমুখি হবে দল দুটি।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যানচেস্টারে গত শুক্রবার ইতালির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি মেসি। তবে স্পেনের বিপক্ষে ম্যাচের আগে রোববার ও সোমবার মাদ্রিদে অনুশীলনে দেখা গেছে তাকে। আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলিও বার্সেলোনা তারকার খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন।

ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ ও তাদের মূল খেলোয়াড় মেসি প্রসঙ্গে লোপেতেগি বলেন, “আমার মতে, আর্জেন্টিনার বিপক্ষে এটা দারুণ একটা ম্যাচ। চমৎকার এক মাঠে গত বিশ্বকাপের রানার্সআপদের বিপক্ষে লড়াই হবে যেখানে ফুটবল ইতিহাসের সেরা একজন খেলোয়াড় খেলবে। বিষয়টা আমাদের জন্য একটা প্রেরণা।”

তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যম বলছে, সোমবার অনুশীলনের পর ভালো অনুভব না করায় এই ম্যাচে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই।