অবশেষে ভারতের ভিসা পেলেন সাবিনা-কৃষ্ণা

অবশেষে ভারতের মহিলা ফুটবল লিগে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন এবং কৃষ্ণা রানী সরকার। ভিসা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এই দুই তারকা ফুটবলার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2018, 10:40 AM
Updated : 25 March 2018, 10:40 AM

রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন জানায়, সাবিনা ও কৃষ্ণা হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করে ভিসা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। হাইকমিশনার তাদের ক্যারিয়ারের জন্য শুভেচ্ছা জানান।

ভারতীয় মহিলা ফুটবল লিগে তামিলনাড়ুর দল সেথু এফসির হয়ে খেলবেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সাবেক অধিনায়ক ‍কৃষ্ণা।

এর আগে দুজনের ভিসা না পাওয়ার কারণে হিসেবে জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “ইন্ডিয়ান মহিলা লিগে সাবিনা ও কৃষ্ণাকে খেলানোর জন্য সেথু এফসিকে ভারতের মন্ত্রণালয়ের অনুমতি নিতে হতো। কিন্তু তারা সেটা নেয়নি। এখানকার দূতাবাস মন্ত্রণালয়ের সেই অনুমতিপত্রই চেয়েছে। সেটা না থাকায় ওদের যাওয়া হচ্ছে না।”

২৫ মার্চ শুরু লিগ শুরু হবে। ২৬ মার্চ সাবিনা ও কৃষ্ণাদের ম্যাচ। মালদ্বীপের লিগে সাবিনা খেলে এলেও কৃষ্ণা এবারই প্রথম দেশের বাইরের লিগে খেলার সুযোগ পাচ্ছেন।