দিবালা-ইকার্দির বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে যায়নি: সাম্পাওলি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Mar 2018 04:43 PM BdST Updated: 24 Mar 2018 04:43 PM BdST
ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি মাচের দলে জায়গা না পাওয়া পাওলো দিবালা ও মাউরো ইকার্দির বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।
রাশিয়া বিশ্বকাপের বল মাঠে গড়াতে বাকি তিন মাসেরও কম সময়। এমন সময়ে ক্লাব ফুটবলে ছন্দে থাকা ইকার্দি ও দিবালাকে বাদ দিয়ে ইতালি ও স্পেনের বিপক্ষে দল ঘোষণা করেন সাম্পাওলি। তাতে এই দুই ফরোয়ার্ডের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা জাগে।
ম্যানচেস্টারে শুক্রবার ইতালিকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে একটি গোল করেন এভার বানেগা ও মানুয়েল লানসিনি। হ্যামস্ট্রিংয়ে সমস্যার কারণে খেলেননি লিওনেল মেসি। ম্যাচের অধিকাংশ সময় প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও দলের সেরা খেলোয়াড় না থাকায় তাদের আক্রমণভাগকে ঠিক চেনা রূপে দেখা যায়নি।
দুই প্রীতি ম্যাচে ইকার্দি ও দিবালার সুযোগ না পাওয়া স্বাভাবিকভাবেই আলোচনার বড় বিষয় হয়ে ওঠে। চোটাক্রান্ত স্ট্রাইকার সের্হিও আগুয়েরোর জায়গায় এই দুই জনের কাউকে না ডেকে আনহেল কোররেয়াকে দলে টানাটা ছিল বড় চমক।
তাছাড়া ইতালির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাম্পাওলি ইঙ্গিত দেন, বিশ্বকাপের দলেও উপেক্ষিত হতে পারেন ইকার্দি-দিবালা। জাতীয় দলের খেলার ধরনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে না পারা নিয়ে তাদের সমালোচনাও করেন কোচ।
ইতালির বিপক্ষে ম্যাচ শেষে অবশ্য ইকার্দি-দিবালার ব্যাপারে নিজের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিলেন সাম্পাওলি।
রাই স্পোর্টসকে তিনি বলেন, "ইকার্দি ও দিবালা উভয়ই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বিশ্বকাপের জন্য রাশিয়ায় যে দল যাবে তার কোনো কিছুই এখনও চূড়ান্ত হয়নি। আমি এটাও বলতে চাই যে, এই প্রীতি ম্যাচগুলোর দলে আগে তারা সবসময় ডাক পেয়েছে।"
ইতালির বিপক্ষে মেসির না খেলা প্রসঙ্গে সাম্পাওলি জানান, ম্যাচটির আগে শেষ অনুশীলন সেশনে ঊরুর মাংস পেশিতে চোট পাওয়ায় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি। তবে আশা করছেন, মঙ্গলবার স্পেনের বিপক্ষে খেলবেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার।
-
শিয়াওতেকের ৩৭ ম্যাচের রেকর্ড যাত্রা থামালেন কহনে
-
চলে গেলেন গোলকিপিং গ্রেট ও ক্রিকেটার গোরাম
-
‘বাংলাদেশ-ইরাক ম্যাচ বাস্তবায়নযোগ্য কিনা ভাবতে হবে’
-
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফের সভাপতি সালাউদ্দিন
-
কিংসকে রুখে দিল মোহামেডান
-
ইউনাইটেড থেকে ফরেস্টে হেন্ডারসন
-
রোমা থেকে ইন্টারে মিখিতারিয়ান
-
সাবেক ডাচ ফুটবল কর্মকর্তাদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- বৃষ্টি বিরতির পর প্রথম বলেই আউট আফিফ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ