দারুণ রেকর্ডের পথে ছুটছেন রোনালদো

মিশরের বিপক্ষে পর্তুগালের নাটকীয় জয়ে জোড়া গোল করে দারুণ এক রেকর্ডের পাতায় তিনে উঠে এসেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৩৩ বছর বয়সী এই তারকার সামনে আছেন কেবল ফেরেঙ্ক পুসকাস ও আলি দাই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2018, 03:22 AM
Updated : 24 March 2018, 03:22 AM

সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার রাতে পিছিয়ে পড়ার পর যোগ করা সময়ে জোড়া গোল করে পর্তুগালকে ২-১ ব্যবধানের জয় এনে দেন রোনালদো।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হেডে দলকে সমতায় ফেরানোর পর শেষ মুহূর্তে কারেসমার ফ্রি-কিকে অনেকখানি লাফিয়ে দারুণ হেডে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।

মিশরের বিপক্ষে করা প্রথম গোলেই জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনে থাকা জাপানের কুনিশিগে কামামোতোর (৮০টি) পাশে বসেন রোনালদো। পরের হেডে জাপানের এই সাবেক ফরোয়ার্ডকে পেছনে ফেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

পর্তুগালের হয়ে ৮১ গোল করা রোনালদোকে এই রেকর্ডের চূড়ায় উঠতে হলে অবশ্য পেরুতে হবে অনেকগুলো সিড়ি। হাঙ্গেরি ও স্পেনের হয়ে করা ৮৪ গোল নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পুসকাস। শীর্ষে আছেন ইরানের হয়ে ১০৯ গোল করা আলি দাই।