নেইমারের অভাব পূরণ হবে না: তিতে

নেইমারের অভাব কোনোভাবেই পূরণীয় নয়; রাশিয়া ও জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচের আগে জানালেন ব্রাজিলের কোচ তিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2018, 04:23 AM
Updated : 23 March 2018, 04:26 AM

পিএসজির তারকা নেইমার পায়ের পাতার অস্ত্রোপচারের পর পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে প্রীতি ম্যাচগুলোয় পাচ্ছে না ব্রাজিল। তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলার।

শুক্রবার বাংলাদেশ সময় রাত দশটায় মস্কোয় রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। চার দিন পর খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে।

নেইমারের অনুপস্থিতি নিয়ে ব্রাজিল কোচ বলেন, “নেইমারের বদলি নেই। দগলাস কস্তা তার অভাব পূরণ করতে পারবে না। সে দগলাস কস্তার মতোই খেলবে।”

তিতের চাওয়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো আর বার্সেলোনার মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো যেন তাদের ক্লাবের ফর্ম জাতীয় দলেও নিয়ে আসে।

“আমি চাই কাসেমিরো তার ক্লাবে যে ভূমিকা পালন করে তা (জাতীয় দলেও) করুক। কৌতিনিয়োর বিষয়েও একই কথা বলা যায়।”