
নেইমার ফিরতে পারেন ফরাসি কাপের ফাইনালে
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-03-19 13:26:51.0 BdST Updated: 2018-03-19 13:26:51.0 BdST
ফরাসি কাপের ফাইনাল মাঠে গড়াবে আগামী ৮ মে। এ ম্যাচের আগে চোট কাটিয়ে নেইমার ফিরবেন বলে আশাবাদী তার জাতীয় দল ও ক্লাব সতীর্থ চিয়াগো সিলভা।
গত মাসের শেষ দিকে মার্সেইয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে নেইমারের পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। পুরোপুরি সেরে উঠতে আড়াই থেকে তিন মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিএসজি অবশ্য এখনও ফরাসি কাপের ফাইনালে ওঠেনি। আগামী ১৮ এপ্রিল সেমি-ফাইনালে ক্যঁর মুখোমুখি হবে উনাই এমেরির দল।
নেইমারকে ছাড়াই আনহেল দি মারিয়া ও দানি আলভেসের গোলে গত রোববার রাতে লিগ ওয়ানে নিসকে ২-১ ব্যবধানে হারায় পিএসজি। ম্যাচ শেষে পিএসজির ফরাসি কাপের ফাইনালে ওঠা ধরে নিয়েই যেন নেইমারের ফেরার সম্ভাবনার কথা বললেন সিলভা।
“আমি আগামী সপ্তাহে নেইমারের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি। যতদূর মনে হচ্ছে, সে ভালো আছে এবং তার এখনও বিশ্রাম দরকার। আমি মনে করি, সে দ্রুত সেরে উঠছে; ফরাসি কাপের ফাইনালে সে ফিরতে পারে, যেটা ক্লাবের জন্য গুরুত্বপূর্ণ।”
রাশিয়া বিশ্বকাপে সাফল্য পাওয়ার জন্য ব্রাজিল সমর্থকরা তাকিয়ে আছেন দলের সেরা তারকা নেইমারের দিকে। আগামী জুনের মাঝামাঝি শুরু হতে যাওয়া এই আসরের আগে পুরোপুরি সেরে ওঠা নেইমারের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিলভা।
“অবশ্যই তাকে বিশ্বকাপের জন্য তৈরি হতে হবে। ফিরে আসাটা তার জন্যও গুরুত্বপূর্ণ। তবে খুব তাড়াতাড়ি নয়, তাকে ভালোভাবে সেরে উঠতে হবে এবং বিশ্বকাপ এবং আগামী মৌসুমের জন্য কোনো ঝুঁকি নেওয়া যাবে না।”
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- মৌসুম শেষেই আর্সেনাল ছাড়ছেন ভেঙ্গার
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- বার্নলিকে হারিয়ে চেলসির প্রতিশোধ
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- রাশিয়া বিশ্বকাপে বড় পর্দায় দেখান হবে ভিএআর রিপ্লে
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- বেলের সাথে কোনো সমস্যা নেই: জিদান
- গ্রুপ সেরা হয়ে ক্লাব কাপের সেমিতে আবাহনী
- ভলিবলের মুকুট ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের
- ক্লাব কাপ হকির সেমিতে মেরিনার্স
সর্বাধিক পঠিত
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- কথা রাখলেন অনন্ত জলিল
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- ছাত্রলীগের তদন্ত নিয়ে প্রশ্ন বহিষ্কৃত মুনের
- নেইমারের ফেরা নিয়ে অনিশ্চিত এমেরি
- পাওয়া গেছে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে