‘নিঃসন্দেহে মেসিই বিশ্বসেরা’

লিওনেল মেসির নৈপুণ্যের কাছে হার মেনেছে আতলেতিক বিলবাও। হারের হতাশা থাকলেও ম্যাচ শেষে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্বসেরা বলে প্রশংসা করেছেন বিলবাওয়ের ডিফেন্ডার উনাই নুনেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2018, 06:04 AM
Updated : 19 March 2018, 06:04 AM

গত রোববার রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ২-০ গোলে হারে বিলবাও। পাকো আলকাসেরের গোলে অবদান রাখার পর মেসি ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। চলতি লা লিগায় এটি আর্জেন্টাইন তারকার ২৫তম গোল।

প্রথমার্ধে কোণঠাসা হয়ে যাওয়া বিলবাও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে পারেনি। চলতি লিগে দশম হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এরপর মেসির প্রশংসায় পঞ্চমুখ হন নুনেস।

“মেসি নিঃসন্দেহে বিশ্বের সেরা খেলোয়াড় এবং সে এটা প্রতিটি ম্যাচেই দেখাচ্ছে।”

“প্রথমার্ধে বার্সেলোনা চমৎকার খেলেছিল এবং দেখিয়েছে তারা কেন লিগের শীর্ষে আছে।”

“তারা প্রথমার্ধে আধিপত্য করেছে। আমরা এটা নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছিলাম এবং আমাদের ম্যাচটা ঘোরাতে হত; যাই হোক না কেন, আমাদের বিকল্প ছিল না। আমরা গোল পাইনি কিন্তু কখনও হাল ছেড়ে দেইনি।”