দি মারিয়া-আলভেসের গোলে শিরোপার কাছে পিএসজি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018 07:59 PM BdST Updated: 18 Mar 2018 08:19 PM BdST
নিসকে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে পিএসজি।
রোববার আনহেল দি মারিয়া ও দানি আলভেসের গোলে ২-১ ব্যবধানে জিতেছে উনাই এমেরির দল।
প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো হয়নি পিএসজির। ১৭তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে একা ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে নিসকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড আলান মাক্সিমাঁ।
দুই মিনিট পরই গোলটি শোধ করে দেন আনহেল দি মারিয়া। স্প্যানিশ ডিফেন্ডার ইউরি বেরচিচের পাস পেয়ে একজনের পায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়ে ডি-বক্সে আরেক জনকে কোনো সুযোগ না দিয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়ে বলে হাত লাগালেও রুখতে পারেননি।
চলতি লিগে দি মারিয়ার এটা নবম গোল।
দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে একটি করে দারুণ সুযোগ নষ্ট হয় উভয় পক্ষের। ৬১তম মিনিটে দানি আলভেসের প্রচেষ্টা ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন নিস গোলরক্ষক। আর ৬৩তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে মারিও বালোতেল্লির জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান আলফুঁস আরিওলা।
৮২তম মিনিটে জয়সূচক গোলটি করেন আলভেস। আদ্রিওঁ রাবিওর ক্রসে হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক।
৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট ৮৩। শেষ সাত ম্যাচের তিনটিতে জিতলে আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে উনাই এমেরির দল।
১৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা মোনাকো।
সর্বাধিক পঠিত
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- ফাইনালের আগে আবারও রিয়ালের হোঁচট
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- কানের গালিচায় নগ্ন হয়ে প্রতিবাদ
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- চ্যাম্পিয়ন্স লিগের চেয়েও তৃপ্তিদায়ক ইপিএলের শিরোপা!
- বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে, প্রাণ গেল ২ জনের
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘এভারটনের ইতিহাসে এটা বিশেষ রাত’